২০১৫ সালের ৩১ অক্টোবর শুদ্ধস্বর কার্যালয়ে হামলা এবং আহত প্রকাশকের নির্বাসিত হওয়ার কারণে আমরা বই প্রকাশনার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারিনি। কার্যালয়-গুদাম সংকট, কর্মী সংকট এবং নিরাপত্তা সংকটের কারণে বেশ কয়েকবার চেষ্টা করার পরও বাংলাদেশে শুদ্ধস্বরের বই প্রকাশনার কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হয়ে উঠেনি। ৩১ অক্টোবর ২০১৫ পর্যন্ত গুদামে প্রচুর পরিমাণ বই মজুদ ছিল। বিক্রয় মুল্য হিসাবে যার পরিমাণ ছিল প্রায় দেড় কোটি টাকা। এই বিপুল পরিমাণ বইয়ের কিছু অংশ হারিয়েছে অফিস ও গুদাম নিরাপত্তা হেফাজতে সিলগালা থাকা অবস্থায়। ২০১৬ সালের বইমেলার সময় আমরা বেশ কিছু বই পূনঃপ্রকাশ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, যে ব্যাক্তিকে দায়িত্ব দেয়া হয়েছিলো তিনি বই প্রকাশের জন্য দেয়া নতুন বিনিয়োগ, বইবিক্রির টাকা এবং অবশিষ্ট বইগুলোর কোনো কিছুর হিসাব বুঝিয়ে না দিয়ে লাপাত্তা হয়ে যান। এসব কারণে শুদ্ধস্বর বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে। শুদ্ধস্বরের সন্মানিত পাঠকরা যখন বইয়ের জন্য মেইল করেন, ইনবক্সে জানতে চান কোথায় পাওয়া যাবে ,তখন আমাদের দূঃখিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে আমরা চেষ্টা করছি বিকল্প উপায় অনলাইনে আমাদের কিছু কার্যক্রম ধরে রাখতে। আমরা কিছু ইবুক প্রকাশের কাজ অব্যাহত রেখেছি। এবং আমরা অপেক্ষায় আছি সেই সুদিনের যেদিন আবার ফিরে আসতে পারবো বই প্রকাশের স্বাভাবিক কার্যক্রমে।

সুদিনের অপেক্ষায় রইলাম।