অত্যন্ত দুঃখের জানাচ্ছি যে ১৯৯০ খেকে ২০১৫ পর্যন্ত লিটল ম্যাগাজিন শুদ্ধস্বর এর সংখ্যাগুলো আমাদের কাছে এখন আর নেই। ২০১৫ সালের ৩১ অক্টোবর শুদ্ধস্বরের কার্যালয়ে হামালা ও হামলা পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কার্যালয় ও গুদামে রক্ষিত কোনো কিছু আর আমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব হয়নি। বর্তমানে আমরা শুদ্ধস্বরের লিটল ম্যাগাজিন সংখ্যাগুলোর ডিজিটাল আর্কাইভ করার উদ্যেগ নিয়েছি। শুদ্ধস্বর লিটল ম্যাগাজিনের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়িদের প্রতি অনুরোধ করছি , যদি আপনাদের কাছে কোনো সংখ্যা থেকে থাকে তবে অনুগ্রহপূর্বক আমাদেরকে মেইলের মাধ্যমে অবহিত করার জন্য।
