আমাদের কথা

Share this:

সময়ের সাথে সাথে বিস্তৃত হতে না পারলে বটগাছকেও থাকতে হয় বনসাই হয়ে। শুদ্ধস্বরও তাই বিস্তৃত হয় সময়ের সাথে। বিশ শতকের শেষ দশকে শুরু হওয়া লিটল ম্যাগাজিন শুদ্ধস্বর একুশ শতকের প্রথম দশকে নিজেকে বিস্তৃত করে প্রকাশনা শিল্পে। ‘মন জোগাতে নয়, মন জাগাতে’ এই ভাবনাকে ভিত্তি করে ২০০৪ সালে শুদ্ধস্বর গ্রন্থ-প্রকাশনা জগতে যাত্রা শুরু করে। জন্মলগ্ন থেকে শুদ্ধস্বর চেষ্টা করেছে বাংলাদেশের প্রকাশনা জগতে নতুনমাত্রা সৃষ্টি করতে। শুরু থেকেই শুদ্ধস্বর সৃষ্টিশীল তারুণ্যের সঙ্গে আছে। শুদ্ধস্বরের লেখক তালিকায় যেমন খুঁজে পাওয়া যাবে তরুণদের সগর্ব উপস্থিতি তেমিন প্রায় সবক্ষেত্রের গুণী লেখকদের সমাবেশ ঘটানোরও চেষ্টা করা হয়েছে। তবে প্রবীণ বা তরুণ যেকোনো লেখকদের বই প্রকাশের ক্ষেত্রেই শুদ্ধস্বরের চেষ্টা থাকে প্রকাশিত বইয়ের মধ্যে দিয়ে উদার, অসাম্প্রদায়িক, মুক্তমনা সমাজ গঠন। শুদ্ধস্বর প্রকাশিত বইয়ের দিকে তাকালে পাঠক দেখবেন এমন অনেক স্পর্শকাতর বিষয়ে বই প্রকাশের ঝুঁকি শুদ্ধস্বর নিয়েছে, যাদের বাণিজ্যিক সাফল্য প্রশ্ন সাপেক্ষ হলেও আছে জীবনজিজ্ঞাসার উত্তর এবং সমাজবিকাশের জরুরি উপাদান। শুদ্ধস্বর বাংলাভাষী মানুষের সামগ্রিক কণ্ঠস্বরকে ধারণ করতে চায়…

Share this:
শুদ্ধস্বর
Translate »
error: Content is protected !!