মানুষের কোনো সম্পর্ক রাজনীতির বাইরে নয়, সে কারণে সমাজ সচেতন কবির কবিতা অরাজনৈতিক হবার কোন সুযোগ নেই
প্রশ্নোত্তর: শুদ্ধস্বর: কবিতা লিখতে হবে বা কবিতা লেখার জন্য তাড়না বা বোধের ব্যাপারটা প্রথম কীভাবে অনুভব (মানসিক অবস্থা, পরিবেশ-প্রতিবেশের সাথে সংশ্লেষ) করতে শুরু করলেন? আফসানা কিশোয়ার: অনেকের অনেক রকম খামতি থাকে। অল্প বয়সে আমার সুন্দর করে কথা বলার গুণ ছিল না,বেশি বলতেও ইচ্ছে করতো না। সে জায়গা থেকে মূলতঃ লেখা শুরু,কারণ বলার চেয়ে লেখা সহজ মনে হয়েছে। …