তুলনারহিত কত গান গাই
কাব্যদর্শন আমি মনে করি, জেনে বা অজান্তে সকলেই কবি; তবে সকলেই লিখিত রুপের কবি নন। কেউ লিখিত রুপের, কেউ পাঠক রুপের, কেউ শ্রোতা রুপের, কেউ ভাব রুপের কবি। একজন কবি যখন লিখেন তার অনেক পরে তিনি আর ওই কবিতার মধ্যে বাস নাও করতে পারেন। কিন্তু অনেক পরে এসেও যে পাঠক ওই কবিতার অভ্যন্তরে প্রবেশ করতে …