চোখবন্ধ অন্ধ সময়
ধারাবাহিক উপন্যাস | চোখবন্ধ অন্ধ সময় ষোল সাধারণ মানুষের কাছে প্রায় অপরিচিত, দীপাবলী দীপাদের অন লাইন পত্রিকার লালমাটিয়ার অফিসটির সামনে শ খানেক মানুষের জটলা। ওরা সবাই বেশ তালে তালে শ্লোগান দিচ্ছে সম্পাদক আর মণিষার ফাঁসি চেয়ে। জানালার পর্দা আলগোছে সামান্য ফাঁক করে বাইরে উঁ কি দিয়ে দেখলেন সম্পাদক তারপর ঘরের অন্যদের দিকে তাকিয়ে বললো, ধর্মের …