উন্নয়নের যাঁতাকলে চিম্বুক পাহাড়

সেনাকল্যাণ ট্রাস্ট ও সিকদার গ্রুপের দাবি অনুযায়ী ২০০৭ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৬ একর জমি বান্দরবান সেনাজোনের নামে আবেদন করা হয়েছে। সেই ১৬ একরের অবস্থান প্রথমে জীবননগর দেখানো হলেও পরে ৩৫৫ নং সেপ্রু মৌজার কাপ্রু পাড়ায় উল্লেখ করা হয়েছে। বিস্ময়কর বিষয় হল- ১৬ একর জমির আবেদন করা হলেও ৮০০ একর জায়গার ওপর চৌহদ্দি দেওয়া হয়েছে!