পাঠকের নোট: আরজ আলীর জেরা ও জবানবন্দী
শয়তানে আইসা আরজ আলীরে জিগায়- ও মাতুব্বর। আল্লায় কইছেন তারে ছাড়া কাউরে যেন সিজদা না করি। তো সেই কারণে আমি তুমগো আদমরে সিজদা করি নাই। ঠিক করছি না? আরজ আলী কন- হ। ঠিকই তো আছে… শয়তানে কয়- আল্লায় নরক বানায়া আমারে দিছেন আদম সাপ্লাইয়ের ঠিকা; তো সেই কারণেই আমি মাইনসেরে নরকের ভিসা দেই। ঠিক আছে