করোনা; যেভাবে বদলে দিচ্ছে পৃথিবী
করোনা ভাইরাস প্যানডেমিকের মত ঘটনা আধুনিক পুঁজিবাদী পৃথিবী এর আগে কখনো দেখে নাই। খুব অল্প সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে হাজার হাজার মানুষের প্রাণহানি, বেকারত্ব বৃদ্ধি, গ্লোবাল অর্থনীতিতে ধ্বস নামা- এইসব শুধুই টিপ অভ দ্যা আইসবার্গ। আমি যখন এই লেখা লিখছি, তখন মাত্র কোভিড-১৯ এর ফার্স্ট ওয়েভ বা প্রথম ধাক্কা শেষ হয়েছে। বিশেষজ্ঞরা …