জন্মালাম,দাগ রেখে গেলাম
শুদ্ধস্বর-এর তিন দশক হচ্ছে, ভাবতে অবাক লাগছে। আবার অবাকও হইনা কারণ মেঘে মেঘে হলো তো অনেক বেলা। শুদ্ধস্বর-ও তো পেরিয়ে এলো অন্তবিহীন পথ, স্বপ্ন তবু অনন্ত। মনে আছে, বইমেলায় শুদ্ধস্বর-এর ছোটখাটো স্টলে ভিড় দেখে ভাবতাম-কী আছে তার পেটিকায়! পরে তো দেখলাম, আছে আছে -স্বপ্নের গুচ্ছ আছে শুদ্ধস্বর-এ। এমন অনেক বই যা অন্য কোনো প্রকাশনী দ্বিতীয়