সাখাওয়াত হোসেন রাজীব | সমকামিতা বনাম পেডোফিলিয়াঃ মিথ ভাঙ্গার সহজপাঠ
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা ছবিটিতে বিত্তবান জমিদার যখন দরিদ্র ঘেটুপুত্র কমলাকে তার কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পরেই কমলার ‘মা’ বলে আর্তচিৎকার শোনা যায়, তখন শুনেছিলাম হলভর্তি দর্শককেও ঘৃণা আর লজ্জায় ফিসফাস করে উঠতে। এই গুঞ্জন পরে কলরব হয়ে ছড়িয়ে পড়েছিল মূলধারার বিতর্কে । আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল ছবির মূল উপজীব্য