বাদাম পাহাড়ে
বাদাম পাহাড়ে পাশের বিছানায় ঘুমাচ্ছে মোহাইমেন। জাঈদ, যাকে আমরা ফ্রয়েডীয় অধ্যাপক ডাকি, নিজের চেয়ারে বসা আর আমি দেয়ালে হেলান দিয়ে বসেছি তারবিছানায়। ‘মোহাইমেন অদ্ভুত একটা ইচ্ছার কথা কখনও কখনও বলে,’ ঘুমন্ত মোহাইমেনের দিকে তাকিয়ে জাঈদ বলল। ‘কী ইচ্ছা?’ ‘সে মেডিক্যাল সেন্টারের ছাদে উঠে ঢাক বাজাবে আর চিৎকার করবে।’ ‘মানে কী?’ ‘এর একটা ফ্রয়েডীয় ব্যাখ্যা