ফিদেল কাস্ত্রোঃ এক অনেকান্তিক চিরজাগরূক
২০১৬ সালের ২৫শে নভেম্বর দৈহিক মৃত্যু হয় কিউবার রাষ্ট্রনেতা ফিদেল কাস্ত্রোর। এরপর পেরিয়েছে একে একে তিনটি বছর। কিন্তু হারিয়ে গেছেন কি ফিদেল? মুছে ফেলা গেছে কি তাঁকে ইতিহাস থেকে? বর্তমানে কি তিনি সত্যিই অপ্রাসঙ্গিক? উত্তর খুঁজতে একবার ফিরে দেখা যাক ফিদেলের মৃত্যুর দিনের পৃথিবীর দিকে। আর তারপর বিবেচনা করা যাক তার ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতকে।