শামীম রুনা । চোখবন্ধ অন্ধ সময়
নয়: জায়েদের সঙ্গে সে রাতের তর্ক বিতর্কের পর অঞ্জলির বুঝতে সমস্যা হয়না,অনেক কিছু বদলে গেছে; বদলেছে জায়েদ; জায়েদের ভাবনা-চিন্তা এবং সে নিজেও পরিবর্তীত হয়ে গেছে!নিজের পরিবর্তন ওকে তেমন বিস্মৃত করে না,বরং মনে হয়:এই পরিবর্তনটি আরও আগে হওয়া প্রয়োজন ছিল,যেমন জায়েদ বদলে গেছে অনেক আগেই,জায়েদ বদলে যাচ্ছিল দ্রুতই; ও নিজেই শুধু চোখ বন্ধ করেছিল। কিংবা এমনও