নারীরা কবিতা লিখতে পারে না
যদি একবার চোখখুলে আমরা লিখিত কবিতার ইতিহাসের দিকে তাকাই, তবে দেখবো- কবিতার আসলে কোনো জনক নেই। কবিতার আছে জননী। এনহেদুয়ান্না তাঁর নাম। যিনি জন্মেছিলেন স্বয়ং যিশুখ্রিস্টের জন্মেরও আড়াই হাজার বছর আগে। তিনি একজন কবি, একজন নারী। এখন পর্যন্ত তাকেই ধরা হয় এই মহাপৃথিবীর ইতিহাসের প্রথম কবি। কিন্তু যদি আপনার মনে একজন কবির আলপনা আঁকতে বলা …