বহুমাত্রিক সেকুলারিজম
প্রস্তাবনা : পৃথিবীব্যাপী বিরাজমান নানা দ্বন্দ্ব ও সংঘাত—বুদ্ধিবৃত্তিক জগত এবং বাস্তবিক বিশ্ব—উভয় ক্ষেত্রেই আমাদের বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। পৃথিবীর ইতিহাস যেমন এগিয়ে চলে সময়ের সমান্তরালে, পৃথিবীর বয়স বাড়তে থাকে, তেমনি পৃথিবী নিয়ে চিন্তাভাবনাও চলতে থাকে একই গতিতে। ‘বিপুলা এ পৃথিবীর কতোটুকু জানি’ এ কথা মনে প্রাণে স্বীকার করে নিয়েই চিন্তাবিদেরা পৃথিবীকে …