প্রসঙ্গ ভাষা : সাহিত্যে, দর্শনে
এক. ভাষা নিয়ে আমাদের অধিকাংশের ধারণাই বেশ ভাসা ভাসা। আমরা যতটা সরল মনে করি ভাষা ততটা সরল নয়। সাধারণভাবে মনে করা হয় ভাষার নিজেস্ব কোনো অর্থ নেই, সে সংগঠিত ঘটনা বা বিষয়বস্তুকে উপস্থাপন করে। কিন্তু যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকরা বলতে চান,ভাষার বহুল ব্যবহারে যে সব বিশেষণ বা অব্যয়ের জন্ম তারাই অধিবিদ্যা সৃষ্টির জন্য দায়ী। অধিবিদ্যায় যে …