চোখবন্ধ অন্ধ সময়
ধারাবাহিক উপন্যাস রেহানা,এই লোক তোমার চাচা তাই না? অঞ্জলী চোখে অনেকটা ভীতি নিয়ে জায়েদের দিকে তাকায়। জায়েদের কণ্ঠটা ওর কানে কেমন খসখসে শোনায়। ও বুঝতে পারে না, ওর এই দুঃসময়ে জায়েদের কণ্ঠে ওর জন্য এতটুকু সমবেদনাও নেই কেন? অঞ্জলী অস্ফুটস্বরে কিছু বলতে বলতে মাথা দোলায়। তোমার চাচার কিন্তু উচিত শাস্তিটুকু হতে হতে হলো না রেহানা। …