কবি হবে বহুস্বরা। বহুস্বরে সে বলবে। বহু রকম নিজস্ব কাব্য ভাষা থাকবে তার
প্রশ্নোত্তর: শুদ্ধস্বর: কবিতা লিখতে হবে বা কবিতা লেখার জন্য তাড়না বোধের ব্যাপারটা প্রথম কিভাবে অনুভব (মানসিক অবস্থা, পরিবেশ-প্রতিবেশের সাথে সংশ্লেষ) করতে শুরু করলেন? আশিক আকবর: বোধহয় আট বা নয় ক্লাসে পড়ি। তখনো মনে হয় পাঠাগার থেকে বই এনে পড়া শুরু করিনি। ফনিক্স সাইকেলে ইস্কুলে নিজে নিজেই যাই। টিফিনের পর স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখি। প্রথম