একদিন
একদিন ঝিম ধরা এক দুপুরে কোনো কারণ ছাড়াই দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসে আজহার মল্লিক। তার দোকানটা বংশী নদীর কুল ঘেঁষে, বিশাল এক বটগাছের তলায়। দোকানের আশেপাশে এলোমেলোভাবে নেমে এসেছে বটের ঝুরি, তাদের দৌরাত্ম্যে দোকানটাই প্রায় অদৃশ্য হতে বসেছে। অস্বাচ্ছন্দ্যকর এ জায়গা থেকে দোকান সরিয়ে নিতে অনেকেই বলেছে তাকে। কিন্তু আজহার মল্লিকের কখনও …