দ্বিমুখী আয়না

দ্বিমুখী আয়না   এই ঘোর সন্ধ্যাবেলাতেও কালো রে-ব্যান সানগ্লাসে চোখ ঢেকে রেখেছেন তিনি। মাঝে মাঝে চোখ ঢেকে রাখাটা তার অভ্যাস। চোখের মানবিক এক্সপ্রেশনগুলো ঢেকে রাখতে চান। সেখানে দিন কি রাত এটা ম্যাটার করে না। কোনোরকম মানবিকতা প্রকাশ পেলেই যেন তিনি দুর্বল হয়ে পড়বেন অন্যের সামনে। এটা তিনি চান না। আবছা আলো, বাইরে বৃষ্টি আর তার …

দ্বিমুখী আয়না Read More »