ঘোর
ঘোর রাতের অর্ধেকটা পেরিয়ে যাওয়ার পরও ঘুম না আসায় নাইকির মনে হয় যে আরও একটা নির্ঘুম রাত মেরুবরফের তুষারজমাট ঢালের নিচে চাপা পড়ে যেতে চলেছে, যদি না কোনো একদিন ওটা গ্ল্যাসিয়ারের সঙ্গে গড়িয়ে কোনো এক শীতলসমুদ্রে সমাধি পেয়ে আবার সাতসমুদ্র পেরিয়ে মেঘ হয়ে ঈশ্বরের প্রিয় কোনো পর্বতে ভেসে বেড়ানোর পর সবুজের শীতল স্পর্শে বৃষ্টি …