চিনি তাহারে চিনি
চিনি তাহারে চিনি যে মানুষটা আত্মহত্যা না করলে ওর কাজটা পাওয়া হতো না তাকে মনে করেই সকাল শুরু হয় রোজ।আর যে সমস্ত মানুষের অস্বাভাবিক মৃত্যু হয় এই শহরে তাদের জন্যই ওর পেটে দুটো ভাত পড়ে।আজও ডাক পড়েছে ছবি তুলতে যাওয়ার জন্য। মুগদায় কেউ খুন হয়েছে। বছরকয়েক আগে এ পাড়াতে এসেছিল একবার। বেশ মফস্বলি ঘ্রাণ আছে …