মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণির অনড় ভাষা রুচিতে আঘাত করা বর্তমানে বাংলাদেশের সাহিত্যের একটা কাজ বটে
প্রশ্নোত্তর: শুদ্ধস্বর: কবিতা লিখতে হবে বা কবিতা লেখার জন্য তাড়না বোধের ব্যাপারটা প্রথম কিভাবে অনুভব (মানসিক অবস্থা, পরিবেশ-প্রতিবে শের সাথে সংশ্লেষ) করতে শুরু করলেন? জহির হাসান: এই উত্তরটা অনেক বারই দিছি। আমি লিখালেখিতে ৬ষ্ঠ শ্রেণি হইতেই আছি। প্রথম যেদিন পত্রিকায় লেখা প্রকাশ হয়, মনে হইছিল আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। হা হা। শুদ্ধস্বর:আপনার কবিতার …