বিনয় বালার বাড়ি দখলের দিন
বিনয় বালার বাড়ি দখলের দিন ভরদিয়া হাটে দলের আস্তানায় বসে আজিজ সিকদার সামনে তাকায়। দ্যাখে বিনয় বালা যায়। তখন ত্রিমোহনার পাড়ে তার বাড়ির কথা মনে পড়ে- স মিল বসানোর পারফেক্ট জায়গা। কিন্তু এত লোকের সামনে ডেকে এনে তা বলা যায় না। তাই অফিসে লোকজনের ভিড় কমলে, নিরিবিলির পথে দু’কদম হাঁটলে জিকুরে ফরমাশ করে- দ্যাখো তো …