ভাঙারপুল বৃত্তান্ত
ভাঙারপুল বৃত্তান্ত জয়নব কবে বিলেত নামক এই আজব দেশটাতে এসে পা রেখেছিল, আজও ভোলেনি। গ্রামের শেষ সীমানায় পার্শ্ববর্তী দেশের নদী ঘেঁষে ছিল তাদের বাড়িটা। দুই বেনী দুলিয়ে বান্ধবীদের সঙ্গে স্কুল পার করে, কলেজে উঠতেই বাবার ইচ্ছেতে বিয়েটা হয়ে গেল। অথচ পাথুরে নদীর অবিরাম ছন্দময় স্রোতের অবগাহনে জীবনটা যেন প্রতিদিন রচিত, এক একটা নৈসর্গিক কবিতার …