নাগরিক আন্দোলন: কিছু সমসাময়িক পর্যালোচনা
পৃথিবীর বিভিন্ন দেশে কর্তৃত্বপরায়ন সরকারব্যবস্থার আবির্ভাব ঘটেছে। বাংলাদেশেও। ফলে একদিকে সামগ্রিকভাবে সময়টাকে ‘থার্ড ওয়েব অফ অটোক্রেটাইজেশন’ বলা হচ্ছে, অন্যদিকে বিশেষভাবে বাংলাদেশের ক্ষেত্রে ‘হাইব্রিড রেজিম’ বলে সময়/জমানাকে চিহ্নিত করা হচ্ছে। সোজাসাপ্টাভাবে বললে, যেই রেজিমে গণতন্ত্র ‘নিখোঁজ’ হয়ে গিয়েছে, মানে যে সব লক্ষণ/চিহ্ন দেখে আমরা কোনো ব্যবস্থাকে গণতান্ত্রিক বলি, বা গণতন্ত্রের উপস্থিতির নিশ্চয়তা পাই সেই লক্ষণ/চিহ্ন হারিয়ে …