পাসপোর্ট
পাসপোর্ট আলিমুর গাড়িটা নিয়ে ভিড়ের ভিতর থেকে নাক উঁচু করে আসছে। গাড়িটা দেখার পরে মারুফের উত্তেজনা খানিকটা লাঘব হয়। সামনে আসার পর মারুফ হুড়ুম ধাড়ুম করে দরজাটা খুলে ভেতরে বসে। গজগজানিটা ও মুখে বলবে কিনা সেটা নিয়ে মাথায় এক ধরনের অশান্তি কাজ করছে। তবে গজগজানি শোনানোর জন্য ড্রাইভার কোনো ভালো পাত্র নয় সেটা মারুফের …