চাকরিজীবী মায়ের ভবিষ্যৎ, শিশুরা থাকবে কার আশ্রয়ে?

আমার সর্বশেষ কর্মস্থলে প্রায় আট বছর কাজ করেছি আমি। এ বছর জানুয়ারির ১৯ তারিখে আমার সর্বশেষ অফিস ছিল। আমি এখনও ভাবতে পারি না যে, চাকরি পাওয়া, কাজ শেখা, নতুন নতুন চ্যালেঞ্জ সামলে নিয়ে প্রায় ১৪ বছরের ক্যারিয়ারের আমি দাড়ি টেনেছি। অথচ দেড় বছর আগেও আমার সহকর্মী (আমি নাম বলতে চাইছি না), যখন শুধুমাত্র বাচ্চার দেখাশোনার