সুলুকসন্ধান

সুলুকসন্ধান   ওই যে ওই বছর— যে বছর যুইদ্ধ বান্ধিল, পাকিস্তানিদের খপ্পর থাইকে বাঁচনের জইন্য ধুন্ধুমার এক যুইদ্ধ, ওইবছরই তো আতাহার মিয়ার বয়স হইছিল সবে ষুল!          আলেকজানবিবি নিজের হাড্ডি আর মাংশরে মণ্ডকইরে দিয়ে মানুষ করতেছিল একমাত্র ছাওয়াল আতাহার মিয়ারে। আতাহার মিয়ার গতরে তহন শাওন-মাইস্যাবিলের লাহান বিস্তর-ঢেউ! জলের আধিক্য খলবলিয়ে ছুটে গেছে বিস্তীর্ণ-সীমানার দিকে। হাওয়ার আকুলিবিকুলির …

সুলুকসন্ধান Read More »