মোদি-বিরোধী আন্দোলন : দুয়েকটি প্রাসঙ্গিক মন্তব্য    

বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট বা মনোভাব খুবই প্রবল। এই মনোভাবের প্রবাহ যেমন একমুখী নয়, তেমন একই ধারারও নয়। ভারতে যেমন বিভিন্ন সময়ে বাংলাদেশ বিরোধী মনোভাবের জোয়ার দেখা যায়, বাংলাদেশেও তেমন দেখা যায়। আবার, বাংলাদেশে ভারত বিরোধী যত ধারা তাদের সুর ও স্বর সমান নয়। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে মোদির ভারত সফরকে নিয়ে প্রচণ্ড তর্কবিতর্ক শুরু হয়।