রিলে রেসের মশাল এখন আমাদের হাতে
ইনক্লুসিভ করে ভাবতে শেখা আয়েশা খানম বলতেন, “নারীবাদ একটা নকশীকাঁথা, সবাইকে এখানে বুনে যেতে হবে কিছু না কিছু। দাগ রাখতে হবে সবাইকে। আমি একা পারবো না, তুমিও একা পারবে না।” সামাজিক প্রতিরোধ কমিটির হয়ে কাজ করতে গিয়ে অনেক সহযোদ্ধার সাথেই মতদ্বৈততা হয়েছে শুনেছি কিন্তু তাই বলে সিস্টারহুড নষ্ট হয়নি, পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়নি-এই বিষয়টা আমাদের …