পুলিশের ‘ভাব’ বনাম পুলিশের ‘মূর্তি’
তবে বর্তমানে পুলিশ বাহিনীর জুলুমের মাত্রা ও তীব্রতা বেড়েছে বহুগুনে। পুলিশ বাহিনীর আগ্রহ যতটা ‘অপরাধ’ দমনে তার চাইতে বেশি আগ্রহ সমাজে ‘নৈতিকতা’র খবরদারির করার দিকে। সেলুনে ঢুকে কার চুলের স্টাইল কেমন হবে, পার্কে কে কীভাবে প্রেম করতে যাচ্ছে সেসব বিষয়ে নৈতিক খবরদারি করাই যেন আপাতদৃষ্টিতে পুলিশের অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ একেবারে সাম্প্রতিক আরেকটা ঘটনার …