আমার সিনেমা বানানো ও বাংলাদেশের সিনেমার সুলুক সন্ধান!

এখানে চলে আরেকটা বড় ধরনের বাণিজ্য। আপনার সিনেমা কয়টি সিনেমা হল পাবে তা ঠিক করবে এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটে আপনি যত মাল ঢালতে পারবেন আপনার সিনেমা তত বেশি সিনেমাহল পাবে। আবার আপনার সিনেমা একটি সিনেমাহলে কতদিন থাকবে তাও নির্ধারণ করেন এই সিন্ডিকেট। অর্থ্যাৎ আপনি চতুষ্টয় দুষ্টু সিন্ডিকেটকে ম্যানেজ করে সিনেমা সেন্সর করালেন। এবার এই সিন্ডিকেট