কিউবা: প্রতিশ্রুতি, অবরোধ আর নেমকহারামির কথন
কিউবার বিক্ষুব্ধ শ্রমিকের সংগ্রামের সাথে সংহতি না হয়ে যদি সংহতি হয় কিউবা রাষ্ট্রের সাথে, তবে সেটা সমাজতন্ত্রের মৌলিক চেতনার সাথেই বড়সড় নেমকহারামি। সমাজতন্ত্রের ইশতেহার থেকে শুরু করে যেকোনো বক্তৃতা, যেকোনো পাঠ পড়লেই একটা বিষয় খুবই স্পষ্ট বোঝা যায়- সমাজতন্ত্র বিষয়টাই দাঁড়িয়ে আছে শ্রম আর শ্রমিকের ন্যায্যতার খুঁটিতে ভিত্তি করে। পৃথিবীব্যাপী সমাজতন্ত্রের যেকোনো আন্দোলন শেষ পর্যন্ত …