নিশ্চিন্তপুরের অনিশ্চয়তার গল্প
আর এজন্যই হয়তো প্রেসক্লাবের সামনে প্রায় দুইটা মাস টানা খেয়ে না খেয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শেষরাতের শীতে নিজেদের বাহুরউষ্ণতাকেই অবলম্বন করে দিনরাত লাগাতার অবস্থান কর্মসূচী করেও পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবীতে বসে থাকা তাজরিনে ফ্যাশনেরআহত শ্রমিকেরা নজরে আসছে না এইদেশের জনমানুষের, গণমাধ্যমের, ঠিক প্রেসক্লাবের সামনে যেই জায়গাটায় তাঁরা অবস্থান নিয়েছে তারথেকে মাত্র কয়েক মিনিটের পথ