দেহের চেয়ে বড় কলিজার মিডিয়া মোগল বনাম সাংবাদিকতার সীমাবদ্ধতা ও অসহায়ত্ব 

শুধু ভিকটিমের কেন? অপরাধীর ছবি প্রকাশ করাও খুব একটা আইনসিদ্ধ বিষয় নয়। যতক্ষণ না সেই আসামী পুলিশের দৃষ্টিতে পলাতক কিংবা আইনের দৃষ্টিতে ফেরারী। এমনকি রায়-এ চূড়ান্ত দোষী সাব্যস্ত হলেও অনেক দেশে নিয়ম আছে অপরাধীর ছবি প্রকাশ না করার বিষয়ে। এটা একটা স্ট্যান্ডার্ড । তবে কংক্রিট কোনো স্ট্যান্ডার্ড না। একেক দেশে এই বিষয়ে একেক আইন। যে