সমস্ত কুসুম ভরে জেগে আছে মৌলবাদী মধু
সাক্ষাৎকার শুদ্ধস্বর: আপনি কবিতার মাধ্যমে কী আবিষ্কার করার এবং বোঝানোর চেষ্টা করে থাকেন? শেলী নাজ: কবিতার মাধ্যমে আমি কোনো কিছু আবিষ্কার করতে চাই না; বরং উপলব্ধির, চিন্তার, পুরুষজগতে পুরুষ ও পুরুষতন্ত্রকে নিয়ে নারীবাদী ভাবনার কোনো নতুন বিন্দু আবিষ্কৃত হলে তা কবিতায় তুলে আনতে চাই। তবে এটাও ঠিক যে, যদি আক্ষরিক অর্থেই আমার নিজের কবিতার …