ই-বুক প্রকাশনা হিসেবে শুদ্ধস্বরের এই আত্মপ্রকাশ এখনো পরীক্ষামূলক। পাঠক ও লেখকদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই আমরা আমাদের এই উদ্যোগকে ধীরে ধীরে সমৃদ্ধ করতে চাই। মাত্র কয়েকটি প্রকাশনা নিয়ে আমরা সূচনা করছি শুদ্ধস্বরের ই-বুক প্রকাশনা। সূচনালগ্নের সবগুলো বই সম্পূর্ণ বিনামূল্যে পাঠ, ব্যবহার ও বিতরণযোগ্য। আমরা আশা করব আমাদের ওয়েবসাইট এবং বইগুলো দেখে সকল লেখক ও পাঠক তাদের মতামত জানাবেন, যাতে ছাপা মাধ্যমের পাশাপাশি ইলেক্ট্রনিক মাধ্যমেও শুদ্ধস্বর হয়ে উঠতে পারে লেখক ও পাঠকদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান…

শুদ্ধস্বরের এ উদ্যোগ ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।
খুব ভাল লাগছে অনলাইনে অনেক মৌলিক লেখকের লেখা পড়ার সুযোগ দেয়ার জন্য। নীচের বিষয়গুলো বিবেচনা করতে পারেন।
১। নাম ও তার লাল ব্যানারটা এতটা চওড়া দরকার নেই হয়তো।
২। পুল ডাউন মেনুটা তিনটি ড্যাসের নিচে, যা একলাইনের মধ্যে দৃশ্যমান হলে ভাল হতো, এবং তা যেন সবসময় দৃশ্যমান থাকে স্ক্রল করে নিচে নামলেও।
৩। ম্যাগাজিন পড়া যায়, কিন্তু বই পড়া যায় না। হয়তো এখানে শুধু ভুমিকা দেয়া, পুরা বইটা নয়।
৪। বার্তার আইকনটি অনেক বড়, অনেকখানি স্ক্রল করতে হয়, সরাসরি মূল ম্যাসেজটি স্ক্রীনে এলে পড়া সহজ হতো হয়তো। ছবিতে, আইকনে একটা এ্যানিমেশন দেয়া হয়েছে, চোখে কিছুটা ধাক্কা লাগে।
৫। ম্যাগাজিন, বই ও বার্তা থেকে হোম পেজে যাওয়া যায় না।
৬। ম্যাগাজিনের লেখাগুলি তারিখের ক্রমানুসারে আছে হয়তো, তবে হোম পেজে বাংলা লেখাগুলোর কোন আইকন নেই, রাইট বাটনেও তা দেখায় না।
এগুলো সাধারণ বিষয়, ওয়েব ডিজাইনারের ব্যপার, আমি বলছি দৃষ্টিনন্দন পড়ার সহজতার জন্য। ধন্যবাদ।