ও মানুষ, ও অসুর

ও মানুষ, ও অসুর লোকটির নাম কৃষ্ণ মুহাম্মদ যিশু…। আমরা আসলে জানি না- লোকটির নাম প্রকৃতপক্ষেই কৃষ্ণ মুহাম্মদ যিশু- নাকি অন্য কিছু। অন্য কিছু হওয়াই স্বাভাবিক। লোকটির নাম নিয়ে কথা উঠলেই আমাদের মধ্যে, এটা অবধারিত- তর্ক বেঁধে যাবে। আমি হয়তো বললাম, হতে পারে- কৃষ্ণ মুহাম্মদ যিশু লোকটির নাম। সাথে সাথে একঝাঁক মৌমাছি আমাকে আক্রমণ করে